দুঃখনাদ

আবির হাসান

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

রোজ রোজ স্বপ্নের ভেতর তোমাকে

দেখার পর বাস্তবতার মুখোমুখি বসে থাকি।

সম্মোহনের কার্ণিশ দিয়ে নিভৃতে হেঁটে যচ্ছো

তুমি আঁধারের বুকে!

নুপুরের ছমছম ধ্বনিতে জীর্ণ কাচের মতো

ভেঙে চুরমার হয়ে যাচ্ছি আজও

পরিশ্রান্ত সময় বাস্তবতা এড়িয়ে গেলেও

তোমার মায়ার জমিনে আমি

এক যাযাবর আশেক!

রুপালি বৃষ্টির মতো হৃদয়ের দুঃখগুলো

ছুঁয়ে দাও হে প্রেম!