চোখের ছলছল জল...

বজলুর রশীদ

প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

মেঘবতী আষাঢ়ের ছায়াকীর্তনে

বাজে সেই রিমঝিম সুরের ঐক্যতান।

মেঘদূত যেভাবে হাত বাড়ায়

সেভাবে আরাধ্য ছিলে না;

আমিও কি বুঝিনি জীবন সংবেদে

তবুও বেঁধেছি বিকালবান্ধব ঘর।

হয়তো-বা,

মেঘবতী আষাঢ়ের গল্প আপন গুনেছি

যেভাবে জেনেছি বৃষ্টি ফোঁটায় প্রপঞ্চ মমতা।