ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্ঘুম পদাবলি

জহিরুল হক বিদ্যুৎ
নির্ঘুম পদাবলি

রাতজাগা পাখির ঠোঁটে ঘুমন্ত নগরী

ডাহুকের বিরহ সুরে ঝড়ের পূর্বাভাস

মুরগির মতো ঝিমায় পথিকৃৎ যোদ্ধা

বারমুডা ট্রায়াংগেলে নিখোঁজ স্বপ্নদ্বীপ।

ব্যর্থতার প্রচ্ছদ আঁকে যজ্ঞ পুরোহিত

মদিরায় ডুবে থাকে নাইটিংগেল ভোর

দারিদ্র্যের কাঠগড়ায় ক্ষুধার্তের কঙ্কাল

রুগ্ন পটভূমিতে আঁকা বনসাই জীবন।

প্রতিশ্রুতির নাট্যমঞ্চে প্রেমহীন সংলাপ

চাওয়া-পাওয়ার শেষ দৃশ্য বিয়োগান্ত

অন্তঃসারশূন্য মানবতার বুকে দাঁড়িয়ে

এখনো গর্জে ওঠে কবিতার পদাবলি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত