এই পঞ্চ বসন্ত দিনে
আমাকে মূক করে কে?
গোপন ভ্রষ্টতার বেরি হাতে পায়ে
কে পড়িয়েছে কামনার শিকল?
কেন নিষিদ্ধ কথার স্পন্দনে
এই গন্ধম গন্ধম খেলা।
আমার ভেতরে ষষ্টধারী উষ্ট্রির পূজা করে
অথচ আমি কোনো দূত নই!
নই কোনো সংস্কারক।
এই কাঁটা ভরা ক্লান্ত পথের শেষে
নীল নদ ফুঁসে উঠে
আমার ভেতরের নগরে।