রহস্যময় সংসার
আবদুল লতিফ
প্রকাশ : ২৯ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢেউ ভাঙে তটিণীর বুকে
ঢেউয়ের পরতে পরতে লুকায় নীল বেদনা
নীলাম্বর মুচকি হাসে
প্রভাকর হাসে নির্মল
জোয়ার ভাটার খেলা চলে অবিরাম
সকালের হাহাকার সন্ধ্যায় মিলিয়ে
যায় স্নিগ্ধ হাওয়ায়
তরঙ্গের তালে নৃত্যরত ঘাটে বাঁধা তরী
জোয়ারের জল নিত্য মুছে মাটির কলঙ্ক
ঘড়ির কাঁটার শব্দ টিকটিক টিকটিক
বেজেই চলে অবিরত।