বর্ষার কবিতা

বর্ষা ও উর্বশী ঢেউ

এনাম আনন্দ

প্রকাশ : ০৬ জুলাই ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

কদম কেয়ার দেশে, আষাঢ়ি বারিপাতে

কুমারী বেণীতে লুকায় প্রকৃতির রহস্যময়তা,

শ্রাবণের অঝোর ধারায় কী যেন চায় অনার্য মন।

আবের পাল্কিতে চড়ে অজানাহীন পথে ছুটে

অশরীর ঘনকালো মেঘ

বর্ষার শ্লোক ভাঙা খেলায় নাড়া দিয়ে ওঠে তূর্য।

কামিনীর আম্বর ঘ্রাণে অন্তদ্রিয় খোঁজে বেড়ায়

কুহুকী তনয়ার তাম্বুল ঠোঁট!

বৃষ্টিস্নাত মন দরিয়ায় পেখম মেলে উর্বশী ঢেউ।