ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

টিনের ছাদে বৃষ্টি

আব্দুস সাত্তার সুমন
টিনের ছাদে বৃষ্টি

রিদম সুরে বাজনা বাজে

কাব্য সুরের বাণী,

কাঁচা মাটির টিনের চালে

দারুন শব্দ ধ্বনি।

টিনের ছাদে বৃষ্টি পড়ে

ঝন ঝনা ঝন শব্দ,

বৃষ্টির দিনে চিড়া, মুড়ি

সবাই তাতে জব্দ।

পাকা পাকা আম যে পড়ে

ফল যে রসে ঠাসা,

আষাঢ় মাসে বৃষ্টি শুনি

টিনের বাড়ি খাসা।

বৃষ্টি হলে ঘুম যে ভাঙে

স্বপ্ন বিলীন হয় যে,

জড় বস্তুর বসতবাড়ি

দিনটি এখন নাই যে।

মৃত যেন শৈশব কৈশোর

স্মৃতি পালায় ওরে...

নেশা এখন উচ্চ দালান

ইট পাথরের ঘরে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত