ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বৃষ্টি ঝরে

কাজল নিশি
বৃষ্টি ঝরে

গাছে গাছে কী চমৎকার

পাখিরা গান গায়

লাল-সবুজের দেশে আমার

মন হারিয়ে যায়।

সন্ধ্যা হলে ঝিঝি পোকা

নাচে উড়ে উড়ে

তাইনা দ্যাখে খোকন সোনা

তাকায় ঘুরে ঘুরে।

অঝোর ধারায় বৃষ্টি ঝরে

ভিজে গাছের পাতা

সেই দৃশ্য আঁকতে খুকু

নিল তুলি-খাতা।

বিশ্বভূবন ঘুরে ঘুরে

যতই দেখো তুমি

বলবে ঠিকই সবার সেরা

আমার জন্মভূমি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত