ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

মুঠোভর্তি অবিশ্বাস

সাইদ মুহাম্মাদ ওলিউল্লাহ
মুঠোভর্তি অবিশ্বাস

মুঠোভর্তি তোমার অসীম শূন্যতা ও অবিশ্বাস,

কিছু আধেক প্রহর, যন্ত্রণাখচিত নাভিশ্বাস

সেই প্রথম দেখাই ছিলো বিচ্ছেদের জন্মদিন

বিজয়ীদের ভীড়ে আমি পরাজিত চ্যাপলিন-!

পরিত্যক্ত, ভাঙাচোরা এক সভ্যতার উপকূলে

ক্ষীয়মান সব, শতাব্দীর পর শতাব্দী দুয়ার খুলে,-

মিছামেছি ভুলচুক, তবু থাকে কিছু পাদটীকা

শুভ্র-শাদা ক্যানভাসে হরফগুচ্ছের দেয়ালিকা

বুকে এসে লাগে তোমার নিক্ষিপ্ত কতক মার্বেল

যেনো বুলেট ছুঁড়ছে ক্রমাগত প্রস্তুত রাইফেল

অবিশ্বাসকে বিশ্বাস করেই গেছি আজন্মকাল

জানিনি, সকাল কখন হয়েছে বিষণ্ণ বিকাল!

আর কোনোদিন এ বুকের দরজা খুলিনি বলে,

পড়ে আছি আকাশের নীল সামুদ্রিক আস্তাবলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত