দু'ফোটা কান্নার জল বাকি নেই-
পাথুরে সময় কেড়ে নিয়েছে হৃদয়ের সর্বস্ব,
অস্পৃশ্য দেহে হৃদকম্পন ক্ষীণ থেকে ক্ষীণতর।
চিতার আগুনের অপেক্ষা-
জীবনের সুখস্মৃতিগুলো কঙ্কালসার নির্জীব,
অস্পষ্ট আবছায়া আলোর মিটমিট স্পন্দন
সময়ের ব্যবধানে হারিয়ে যাওয়া স্বপ্ন-
তিরস্কারের অট্টহাসিতে লিখে যায় রোজনামচা,
বিষের পেয়ালা হাতে দু’দণ্ডের ভালোবাসা।
নিয়তির কাছে হেরে যাওয়ার বেদনা-
সান্ত¡নার বৈপরীত্যে এক সমুদ্র দুঃখের দাবদাহ,
কালো অঙ্গারে জেগে ওঠে আগুনের ফুলকি।