যুবতীর বক্ষে তুমি
কাজল নিশি
প্রকাশ : ০৩ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বুঝতে পেরেছি আমার রূপ আগের মতো করে আর তোমাকে টানে না!
তবুও নিয়ম করে প্রতিনিয়ত যাই বটতলাতে তোমার পায়ের ছাপ দেখব বলে।
পথের ধুলো আর বটের পাতারাও জানে-
তুমি আমাকে কতোটা পাথর ছোড়া আঘাত করেছ।
তোমাকে কখনো আসতে বলব না!
আমি রোজ একবার করে বটতলায় আসব
আমাকে দেখে অনেকেই হয়তো ভাববে পাগল একটা।
সেদিন আমার ঠোঠে ছিল চৈত্রের খরা।
তুমি মেঘ হয়ে এসে তুখোড় চুম্বনে বৃষ্টি ঝরিয়ে ছিলে
মিটে যায় তপ্ত হৃদয়ের ঘোর পিপাঁসা।
ভীষণ রকম ইচ্ছে করছে অপহরণ করব।
চিলেকোঠায় লুকিয়ে রেখে গভীর রাতে টিশার্ট খুলব,
অতঃপর চোখ খুলে দেখবে যুবতীর বক্ষে তুমি।