ঢাকা ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বারুদে ভরেছে পথ

ওলি মুন্সী
বারুদে ভরেছে পথ

কাঁপা কাঁপা ছড়াগুলো

কথা পেলো ভয়

কচি কচি ছেলে-মেয়ে

পথে হলো ক্ষয়।

শ্রাবণে ঢেকেছে মেঘ

পেকে গেছে তাল

বারুদে ভরেছে পথ

হয়ে গেছে লাল।

চোখ গুলো ছলছল

দুই হাত বাঁধা

দেওয়ালে লেগেছে পিঠ

চারদিকে কাঁদা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত