ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সংশপ্তক

নাহিদুল ইসলাম নওশাদ
সংশপ্তক

ছাত্রজীবনের একেকটি হুঙ্কার,

সব ভেঙে করে একাকার;

এ বয়স কোন বাধা মানে না'

তারা কিছুতেই ভয় পায় না;

এ বয়সে তারা বিপ্লবী হয়,

বৈষম্যের চরম বিদ্রোহী হয়।

তারা যমদূতের মত ভয়ংকর,

পিছুডাকে করে না নোঙ্গর;

বুলেটে বিদ্ধ হোক মহাশঙ্খা,

নতুনের পথ দেখায় রক্তগঙ্গা;

সর্বদা তাদের সর্বোন্নত শির,

তারা বৈষম্যের বিদ্রোহী বীর।

ছাত্র মানেই চেঙ্গিস, কালাপাহাড়,

ছাত্র মানেই ক্ষুদিরাম, হিটলার।

তারা বিষধর ফনি, উল্কাপিন্ড,

বৈষম্য নিরোধে তারা স্ফুটনাঙ্ক;

আছে যত অত্যাচার অবিচার,

ছাত্ররা সব ভেঙে করে চুরমার।

তারা বিধ্বংসী বৈশাখীর ঝড়,

বিরোধে প্রতিবাদী কণ্ঠস্বর;

স্লোগানের উন্মাদ গগণবিদারী,

বিনাশ হবেই হবে সব অত্যাচারী;

না না তাদের আটকাতে পারবে না,

রক্তগঙ্গায় ভাসবে তবু থামবে না;

অস্তিত্বের শিরায় তারা জমদগ্নি,

তাদের প্রতিটি কণ্ঠ সূর্যাগ্নি।

ওরে বৈষম্যের বিদ্রোহী বীর,

পূর্ব দিগন্তে কে হচ্ছে উদীর;

প্রভাতের হাতছানিতে ডাকছে,

নতুন পাঞ্জেরিকে খুঁজে ফিরছে;

টিকিয়ে রাখতে ঐ রাজদণ্ড,

প্রতিষ্ঠা করো সাম্যের মানদ-;

ইতিহাসের যত দাম্ভিক ন্যায়দ্রোহী,

সবার তরে ছাত্ররা হয়েছে বিদ্রোহী;

প্রতিটি ছাত্র একেকটি ইউরেনিয়াম,

অণু-পরমাণুতে নিবে রক্তের দাম;

দেশের ক্লান্তিলগ্নে এক হও আজ,

ভয় নেই জেগে আছে ছাত্রসমাজ;

ঐ দেখা যায় সমতার নতুন রাশি,

এতো সাম্যবাদী বাংলাদেশের হাসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত