ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

বিজয়কাব্য

নকুল শর্ম্মা
বিজয়কাব্য

আদিগন্ত ফসলের মাঠে বিজয়ের ঢেউ

শিশির ভেজা বাতাস জলরঙে আঁকে বিজয়ের ছবি,

বিজয়ের কলতানে প্রবাহমান পদ্মা মেঘনা মধুমতী।

হাজার প্রজাপতির পাখায় বিজয় উল্লাস...

শঙ্খচিলের ডানায় বিজয়ের মুক্ত আকাশ,

মেঘের পাহাড় ভাঙে বিজয়ের রক্তিম সূর্য।

শেকল ছেঁড়ার গানে মুখরিত বাংলা

জনতার ভিড় ডিঙিয়ে উৎফুল্ল আপামর বাঙালি,

বিজয়ের স্লোগানে গ্রাম শহর আর বস্তিবাসী।

বিজয় পতাকা কাঁধে ছাত্র, কৃষক, শ্রমিক, মজুর...

ভালোবাসার বন্ধনে রচিত বিজয় ইতিহাস,

মনের পাতায় স্বর্ণকমল কালজয়ী বিজয় কাব্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত