অকারণে

জোবায়ের রাজু

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

উজানভাটার হাতছানিতে ভাঙছে নদীর পাড়,

গোরস্তানে জেগে উঠছে মলিন পাতাবাহার।

বিবেক দিঘির জলে ভাসছে নীল সাবানের ফেনা,

কে মিটাবে পাহাড়সম চুক্তির লেনাদেনা।

ঘরের বাইরে পড়ছে তবু প্রতিঘাতের রোদ,

সম্মেলনে দলনেতার এ কোন প্রতিশোধ।

বজ্রপাতের মতো শুধু আসছে ক্রোধের ধ্বনি,

ন্যায় বিচারের বদৌলতে কিসের চিরঋণী!

ঘর ভাঙছে অকারণে ছিঁড়ছে কাবিননামা,

সাদা কাফন কিনে এবার ছেঁড়ো রঙিন জামা।