বিক্ষত পথিক
মো. আশতাব হোসেন
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
অতীত হয়না পতিত ফিরে আসে
মৌসুমি চাষের জমিনে জোগান দিতে,
ফেলে এসেছিলাম স্মৃতি থেকে মুছে
ছায়া হয়ে এসেছে পিছে পিছে।
মরে যায় না পালিয়েও যায় না
ভেসে আসে দক্ষিণা বাতাসে,
তৃষ্ণিত চৈতালি খড়কুটোর শব্দে
উত্তরিয়া হিমবাহের চাদর মুড়িয়ে।
বিদায়ের ঘুঙুর বাজে ভরা যৌবনে
শরীরে চামড়া ঝুলে পড়ে নিচে,
কালো কেশরে সাদা রঙ্গের মিতালী
বেঁচে থাকে স্মৃতি নক্ষত্র হয়ে।
ভালোছিলো সেকাল বলে চেতনায়
আফসোসে মরে পাঁজরের খুঁটি ধরে,
কেনো এলে হেঁটে এতো দূর চলে?
মনের প্রশ্নে বিক্ষত পথিক।