ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আহার খুঁজতে

লুৎফুর রহমান চৌধুরী
আহার খুঁজতে

স্বপ্ন পাখি হয়ে বেরিয়ে এসেছিল আহার খুঁজতে

পাখি কি জানত? তার দুয়ার এভাবে ধসে যাবে,

জানা ছিল না বলেই তো তাকে প্রাণ দিতে হলো

রাক্ষসের হাতে হাসি মুখে তুলে,

ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিলো পাখিটির রক্ত মাংস শকুন

বুকের ভেতরটা আজ কষ্টে পাথর হয়ে গেছে

দু’চোখের জানালায় রক্ত জমাট বেঁধে আছে,

আজ সুখ বা আনন্দ কোনটাই

বুকের নদীতে সুখের ঢেউ ওঠে না আগের মতো।

সবুজ আঁচলে পাখিটি ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়

মা জননী হাত বারিয়ে কুলে নিতে পারছে না,

যতবার এগিয়ে যায় মা ততবার লুঠিয়ে পড়ে মাটিতে

মায়ের চিৎকারে আকাশ বাতাস ভারী ওঠে

খোদার আরশ হয়তো কাঁপতে থাকে,

কিন্তু কিছু মানুষের হৃদয়ে একটুও দয়া আসে না

নীড় ছেড়ে চলে যাওয়া পাখিটি

আর কোনোদিন নীড়ে ফিরে আসবে না

পাখিটি আর ডাকবে না মিষ্টি সুরে মা মা বলে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত