বিষবাষ্প
তুহীন বিশ্বাস
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
পরিকল্পিত নকশা অন্তধ্যানে অন্তর্ধান;
পরিবর্তিত হাওয়ায় বিষবাষ্প ছড়ায়,
মিথ্যা আর সত্য মুখোমুখি দাঁড়িয়ে
জয়-পরাজয় রক্ত ও লাশের।
স্বেচ্ছায় অনিচ্ছায় নির্বাসিত সুখ;
আয়নাঘর থেকে নির্গত দীর্ঘশ্বাসে-
পুড়ে ছারখার রক্তচোষার স্বপ্ন,
আর কলঙ্কিত স্বাধীন মানচিত্র।
সাধু সাবধান হও, শিক্ষা নাও
মনুষ্য সমাজে আলো ছড়াও।