শান্তনুর সাথে দেখা হয়নি কখনো
বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সেই মেয়েটি,
ফোনে কথা হয়েছে কয়েক বার।
কথার শৈল্পিকতায় মুগ্ধ হতাম বার বার-
কল্পনার চোখে ছবি এঁকেছি মনে মনে,
বাবরি চুলে বাতাসের এলোমেলো লুকোচুরি খেলা
কাঁধে ঝুলানো একটা পিঠ ব্যাগ।
মাঝে মাঝে লুকিয়ে দেখা করার ইচ্ছে জাগতো
শেকলে বাঁধা পা এগোতে পারেনি,
ও বলতো ভালোবাসা দৈহিক সৌন্দর্যে বন্দি থাকে না
মনের কারাগারে নিভৃতে এর বসবাস।
অন্ধকার না থাকলে আলোর মর্যাদা থাকে না
দূর থেকে কাঁটার পাহাড়ও মসৃণ মনে হয়,
দিগন্তের পানে চেয়ে দেখো সবই সুন্দর।
অধরা স্বপ্নকে বাঁচিয়ে রেখো হৃৎপিণ্ডের প্রবাহে
ভাববে এইতো বেঁচে আছি আমরা দুজন।