ঢাকা ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

খোলস

মাসুম হাসান
খোলস

শুধুই কি সাপ? পরিস্থিতি বুঝে শুনে

কতক মানুষরা ও খোলস বদলায়।

নিরামিষভোজী নিরীহ মানুষগুলো ও

মাংসের ঘ্রাণ পেলে কেমন যেন হঠাৎ করে

ভয়ঙ্কর হায়েনা হয়ে ওঠে, মন্দিরের পূজারী -

ফুল - চন্দন ধূপকাঠিতে আরতি দিলেও

দক্ষিণাতে তার কেবল অর্থই প্রসাদতুল্য।

তথাকথিত মানবতার ফেরিওয়ালার অন্তরে ও

ঘাপটি মেরে বসে থাকে জিঘাংসার প্রেতাত্মা,

সন্নাসব্রত পালন করা কত-শত পুরুষ

লোকচক্ষুর অন্তরালে বনে যায় কামদেব

সে গল্পের খোঁজ বলো ক’জনে রাখে।

একই মানুষ একজনের কাছে দেবতাতুল্য

হলেও আরেকজনের কাছে হতে পারে

ঘৃণার বেদীতে আসীন সাক্ষাৎ শয়তান ॥

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত