ফেসবুকের প্রেমে পড়েছি
প্রত্যহ সব পঙ্ক্তিমালায় কিংবা
ভূগোলে ইপেপার সাহিত্যের পাতায়,
কখনো ইউটিউবে দেখেছি কত নিউজ,
কখনো জিরো থেকে হিরোর গল্প শুনি
নূপুরী ছান্দিক দোলায়;
শিল্পের মতো বিচিত্র প্রেম
প্রেমিকার প্রকট শরীর বেয়ে
নেমে আসে নরম গরম কবিতার সুর...
তবুও পদ্য সুরে প্রখর লড়াই মনে ছিল না
প্রণোদনা দিইনি
সামাজিক যজ্ঞের অক্ষরমালায়
শুধু লিখে যাই এসব প্রসন্ন প্রণয়
দুঃখগুলো ভুলে যাবার এপারে
কারো কাব্যের প্রেমই বরং টানে বেশি।
এইসব ভাবতে ভাবতে যখন
লিখতে চাই সাহিত্যের রঙিন পাতায়
তখনো ভাবিনি শত লেখার ভিড়ে তাঁর লেখা
সেই থেকে আমায় নতুন সকালে ঘুম ভাঙ্গায়
কবিতার প্রেমজ খেলায়
আর ভালোবাসা দেয় বললেই
ফেসবুকে চোখ দুটি বুজে... মহাত্মার ছবি
জাগিয়ে তোলে কবিতার পাতায়।