হিম্মৎ

মো. রহমত আলী

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

ভেঙে দে নিয়ম বনের,

ওহে হে বন্দি সাবক।

সকল বাধার শিকড় কেটে,

উঠে চল চূড়ার উপর।

মনোবল না হয় দুর্বল,

আগে তুই চল রে যুবক।

চাবুক যতই আঘাত করুক,

ততই তোর রক্ত গরম।

ওরে মন ন্যায়ের পাগল,

তুলে ধর নিশান সত্যের।

পিছে থাক বৃদ্ধ শতক,

মাথায় বাঁধ নতুন কাফন।

ভেঙে দে ঘুমের দহন,

ওরে হে নবীন নরম।

রুখে দে ঢেউয়ের ছোবল,

ভয়ের কি আছে এমন।

ঝড়ের এই রাতের প্লাবন,

লুকাস না ঘরে এখন,

বিপদটা সবার যখন,

ছুটে চল দলে বলে,

করতে হবে এবার মদৎ।

ভেঙ্গে সব নিয়ম কানুন,