ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪, ১০ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

স্বপ্নভঙ্গ

নকুল শর্ম্মা
স্বপ্নভঙ্গ

চোখের লোনা জল আর বানের জলের তোড়ে

কিষান কিষানির নির্ঘুম রাত,

উদাস দৃষ্টিতে অপলক বন্যার তাণ্ডব নৃত্য

আগামীর পথে কাদামাটির ছোপ ছোপ পদচিহ্ন।

শুভঙ্করের ফাঁকি ফসলের মাঠে

বুকের মধ্যে এক সমুদ্র ঘোলাটে জলের আস্তরণ,

পচন ধরা ফসলের বিদ্রূপ গন্ধ

বাতাসে ভেসে আসে সকাল দুপুর সন্ধ্যা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত