ঢাকা ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ | বেটা ভার্সন

তৃতীয় বিশ্বের তিলোত্তমা হাহাকার

শায়েখ শোয়েব
তৃতীয় বিশ্বের তিলোত্তমা হাহাকার

লাস্যময়ী কুমারীর লজ্জাবতী চাহনি এড়িয়ে

চিরহরিৎ রমণীদের প্রগাঢ় আলিঙ্গন প্রত্যাখ্যান করে

সহস্রাব্দের গ্লানির গালিচা মাড়িয়ে

আমি হয়ে ওঠেছি সময়ের অমোঘ ভাস্কর

দ্রৌপদী দুপুরে প্রথম বিশ্বের অপ্সরা

মেনকা পারেনি আমার ধ্যান ভাঙাতে

তৃতীয় নেত্রে, দ্রোহের দৃকে দেখি

তৃতীয় বিশ্বের তিলোত্তমা হাহাকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত