পানি পানের আহ্বান
মো. আশতাব হোসেন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
বুকে অগ্নি ঝড় স্লোগানে উল্কা বৃষ্টি
সূর্যের তাপ উপেক্ষিত রাজ পথ কম্পমান
একদফা দাবি সৈরাচার নিপাত থাক
জুলুমের হাত ভেঙে দাও গুড়িয়ে দাও মসনদ!
মিছিলে মিছিলে গুলিবর্ষণের বর্বর চিত্র
পারোয়া করছে না যুদ্ধরত শিক্ষার্থীরা,
প্রাণ শুকিয়ে গেছে, তৃষিত প্রাণ শ্বাসরুদ্ধ অবস্থা!
আমাদের প্রিয় মুগ্ধ আহবান করছে
পানি লাগবে পানি, পানি!
এই নাও ঠান্ডা পানি আত্মা ভিজিয়ে নাও
কি মহাব্বতের ডাক মুগ্ধর কণ্ঠে,
না সে টের পায়নি ঘাতকের নিক্ষিপ্ত বুলেট
পানি লাগবে পানি পানি বলে ডাকছে!
এবার বুলেট ক্ষত স্থান জানান দিয়েছে
হঠাৎ চোখ বুজে পানির বোতল নিচে রেখে,
কপালে হাত দিয়ে টেরপায় সে বুলেটবিদ্ধ
হাসিমাখা প্রিয় মুগ্ধের মুখে যন্ত্রণার ছাপ!
থেমে যায় মায়াবী কণ্ঠ থেকে পানি গ্রহণের আহ্বান
সহযোদ্ধা ভাই-বোন, বাংলার সাধারণ মানুষদের
কাঁদিয়ে মুগ্ধ ঘুমিয়ে যায় রক্ত ভেজা মায়ের বুকে,
বাতাস শোক বার্তা ছড়িয়ে দেয় দেশ দেশান্তর,
স্বৈচার পতন আন্দোলন বিষম বেগবান
খুনির সব বাহু ভেঙে খানখান তারুণ্যের স্লোগানে
মসনদ ভেসে যায় তাজা রক্তের প্লাবনে!