বাজিয়ে দিলে বহুমাত্রিক সুর...

বজলুর রশীদ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বেদনার-ই কাব্য লিখে গেলে অনেক দূরে,

সেই কথাটি সত্য হলো তোমার গানের সুরে।

বিষের জ্বালা বুকের ভেতর বিদ্রোহী রণ ক্লান্ত,

উৎপীড়িত ক্রন্দন ধ্বনি করেছিলেও শান্ত।

নিত্যদিনের উপাখ্যানে জ্বালাও মুক্তির মশাল,

সৃষ্টি সুখের উল্লাসে তাণ্ডঅসাম্য গিয়েছে পাতাল!

ক্ষণ যুগের অবতার হয়ে করেছ অফুরন্ত সৃষ্টি,

বিদ্রোহী, ধূমকেতু প্রলয় নাচনে সবার পড়ে দৃষ্টি।

জয়ের বাঁশি বাজিয়ে দিলে বহুমাত্রিক সুরে,

সাম্যের বাণী আজও শুনি সারা বাংলাজুড়ে।

প্রেরণাতে এইতো আমি কলম নিলাম হাতে,

আজও আমি ভুলেনি, আছি তোমার সাথে।