অকুতোভয় যোদ্ধা
মো. আশতাব হোসেন
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
হাজার হাজার শিক্ষার্থী বের হয়েছে
দাবি আদায়ের স্লোগান সবার মুখে,
প্রকম্পিত রোকেয়া বিশ্ববিদ্যালয় গেট
মাথার উপর সূর্য তাপ ঢেলে দিচ্ছে অবিরাম।
পরোয়া করছে না তেজদীপ্ত শিক্ষার্থী সকল
রোখার সাধ্য নেই স্বৈরাচারীর খুনি বাহিনীর
হিমালয়ের সমান সাহস বক্ষে ধারণ করে
শীর্ষে দণ্ডায়মান শ্রেষ্ঠ বীর আবু সাঈদ!
সম্বল তার এক খণ্ড বাঁশের লাঠি
গুলি ছুড়ছে একের পর এক নির্মম ঘাতক,
পিছু হটেনি গুলির ভয়ে অকুতোভয় যোদ্ধা!
বুকভরা যন্ত্রণার আগুন দাউদাউ করে জ্বলছে
সেই বুক বিহঙ্গের মতো প্রসারিত করে দেয়
বিশ্বাসের উপর ভর করে গুলি করবে না।
বিশ্বাসের শক্তিমান প্রশস্ত বুক ভেদ করে
নরঘাতকের তাঁক করে ছোঁড়া গুলি!
এক গুলিতে হয়নি ক্ষান্ত স্বৈরাচারের পোষাকুকুর
পর পর গুলি ছুঁড়ে ঝাঁঝরা করে দেয়
আমাদের সোনার ছেলে আবু সাইদের বুক!
আবু সাইদের ফিনকি দিয়ে বের হওয়া রক্তকণিকা
পরনের টিশার্ট ভেদ করে নিমিষেই
বারুদের মতো বিস্ফোরিত হয়ে ছড়িয়ে পড়ে
বাংলার পথে ঘাটে প্রতিটি অলিগলিতে।
ভেঙে চূর্ণবিচূর্ণ হতে থাকে স্বৈরাচারের ডালপালা
স্বাধীনতার মুক্ত বাতাস প্রবাহিত হতে থাকে
সোনার বাংলার এক প্রান্ত থেকে অপরপ্রান্তে!
আবু সাঈদের বাবা-মায়ের আর্তনাদ ভাই-বোনের
আকাশ বাতাস দুমড়ে-মুচড়ে দেয়া আহাজারি
বিজয় ছিনিয়ে আনার অব্যর্থ প্রেরণার অগ্নিঝড়
আবু সাইদের রক্তই আজ স্বাধীনতার সুবাতাস!