ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আত্মদর্শন

জাকির আজাদ
আত্মদর্শন

আমার ভেতর কষ্টগুলো দলবলে বাস করে,

প্রয়োজনবোধে সমাজে সকল কিছু ফাঁস করে

সব রকম ভালোলাগা মুহূর্তগুলো হ্রাস করে

ইচ্ছে হলে মনের দ্বার লাগায় হঠাৎ ঠাস করে।

আমার ভেতর দুঃখগুলো যুথবন্দে তাল করে,

উল্টাপাল্টা ও ভুলভালে নষ্ট করতে চাল করে

স্মৃতির ছুরিতে খুঁচিয়ে খুব রক্তাক্ত লাল করে

বাঁচাবাঁচির এই জীবন দূর্বিষহ হাল করে।

আমার ভেতর ব্যথাগুলো বেহুদাই ভান করে

দিনের ভাগে রাতের ভাগে বিষাদের গান করে

অভিমানের বিপক্ষে থেকে অনুযোগে তান করে

সুস্হতাকে মরণব্যাধি অসুখের দিকে টান করে

আমার ভেতর যন্ত্রণারা প্রাণ শক্তি ভার করে

বে-দরকারে দিনের সময়গুলো সব ধার করে

ধ্বংস বিনাশের দিকে অবলীলায় পার করে

বেড়ে ওঠা সম্ভাবনার জীবন অন্তসার করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত