আমার স্বপ্নের বাংলাদেশ

মাহমুদা আক্তার

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

আমার স্বপ্নের বাংলাদেশ হবে দারিদ্র্যমুক্ত

থাকবে না কোনো অভাব অনটন।

আমার স্বপ্নের বাংলাদেশে কেউ অভুক্ত থাকবে না

দু’বেলা দু’মুঠো ভাতের জন্য থাকবে না অভিযোগ

ঘরে খাবার নেই বলে শোনা যাবে না

অভুক্ত সন্তানের জন্য মায়ের কান্নার ধ্বনি।

আমার স্বপ্নের বাংলাদেশে থাকবে না বেকারত্ব

সবাই হবে আত্মনির্ভরশীল, কর্মঠ

অর্থনীতির চাকা থাকবে সচল।

আমার স্বপ্নের বাংলাদেশে বিনা চিকিৎসায়

আর না হোক কোনো অকালমৃত্যু

চিকিৎসা ও ব্যয়ভার হোক হাতের নাগালে।

আমার স্বপ্নের বাংলাদেশে থাকবে বাকস্বাধীনতা

কথা বলার, কথা শোনার জন্য ভয় থাকবে না

সম্পর্কগুলো হবে সুন্দর, বন্ধুত্বপূর্ণ।

সবাই একে অপরের পাশে থাকবে

একসাথে জয় করবে ঝড়, বিপদ, সংকটাপন্ন মুহূর্ত।