ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সহস্রাব্দের সংশপ্তক

শায়েখ শোয়েব
সহস্রাব্দের সংশপ্তক

পদাতিক সৈনিক ইস্পাতের সঙিনকে সঙ্গী করে অতন্দ্র প্রহরী হয় অয়োময় সময়ের

মৃত্যুর সঙ্গে মিতালী করে যে জীবনের জন্য করে যুদ্ধ

আশেকের বেকারার অপেক্ষা যেমন মাশুকের জন্য

তেমন রণাঙ্গনে জিঘাংসায় জর্জরিত যোদ্ধা অপেক্ষা করে শত্রুর শোণির

রমণী অপেক্ষা রাইফেল অধিক প্রিয় যে পুরুষের, সেই তো সংশপ্তক

সহস্রাব্দের সংশপ্তক হয়ে মহাকালের গর্ভভূমিতে বারবার ভূমিষ্ঠ হই আমি

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত