ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

কর্তা ও বলদ

শেখ মোমতাজুল করিম শিপলু
কর্তা ও বলদ

হিংসা-বিদ্বেষ পুষে মনে

ঝাল মরিচের ভর্তা,

উল্টা সোজার ভাও জানেনা

সে সংসারের কর্তা।

হালের বলদ চাষের মাঠে

পেয়ে সঙ্গী নারী,

ছাল তুলেছে তার মহাজন

ফিরতে চায়না বাড়ি।

বলদের পাল এক নারীতে

আসক্তি যায় বেড়ে,

বংশবিস্তার করবে নাকি

নাওয়া খাওয়া ছেড়ে।

শিশুর দলে মজা পেয়ে

উপভোগ যে করে,

অত্যাচারে বকনা গরু

লুটিয়ে যে পড়ে।

শেষ পর্যন্ত সিদ্ধান্ত এক

মহাজনের বাণী,

চাষের মাঠে হালে বলদ

শুধুই পেরেশানি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত