ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শরতের সকাল

শারমিন নাহার ঝর্ণা
শরতের সকাল

পাংশা রাজবাড়ী

সবুজ মাঠে সূর্য হাসে

শিশির ভেজা ধান,

মিষ্টি হাওয়া লাগে গায়ে

শীতল করে প্রাণ।

বিলের জলে শাপলা ফুলটি

হাসছে মিষ্টি করে,

শিউলি তলায় শিউলিগুলো

খুব ভোরে ঝরে।

মৃদু মৃদু শীতল হাওয়ায়

পাখিরা গান গায়,

শিশির বিন্দু মিষ্টি করে

ঘাসের পানে চায়।

খোকা ও ইলিশ

আসাদ সরকার

খোকা কোথায় গেলিরে

বাবা আনছে ইলিশরে,

করবো ইলিশ ভাজা

খেয়ে পাবি মজা।

আয়রে খোকা আয়না

মিছে কেন বয়না?

এবার মাকে ফিরালে

ইলিশ খাবে বিড়ালে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত