নিঝুম রাতের স্বপ্ন

ফাতেমা জুঁই

প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমি হবে শরতের শান্ত নীল আকাশ

আমি আকাশের বুকে ভেসে থাকা মেঘের ভেলা

যাপিত জীবনের ক্লান্তি ভুলে তোমার বুকে করব খেলা।

তুমি হবে ধরনীর বুকে সুদৃঢ় পাহাড়

আমি পাহাড়ের গায়ে বহমান চঞ্চল ঝর্ণা

তোমায় পেয়ে সুখ-জোয়ারে, জীবনে আসবে প্রেমের বন্যা।

তুমি হবে নীল সমুদ্রের মতো গভীর

আমি সমুদ্রের বুকে উদ্বেলিত প্রকাণ্ড ঢেউ

তুমি ছাড়া এই জীবনে, কখনোই আসবে না আর কেউ।

তুমি হবে আমাজন নদীর মতো বিশাল

আমি শান্ত নদীর বুকে জমাট জল

হৃদয় গহিনে তোমায় পেলে, মনে জাগবে প্রেমের ঢল।

তুমি হবে শক্তিশালী ভিসুভিয়াস

আমি ভিসুভিয়াসের বুকে জ্বলন্ত আগ্নেয়গিরি

তোমায় নিয়েই বাইবো আমি জীবন নায়ের স্বপ্ন সিঁড়ি।

তুমি হবে ঘুম জাগানিয়া নিঝুম রাত

আমি রাতের বুকে জেগে থাকা দীর্ঘ স্বপন

তুমি শুধুই আমার হবে, মন পিঞ্জরে রেখে করবো যতন।