ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নিটোল প্রেমের কাব্য

আল জাবিরী
নিটোল প্রেমের কাব্য

আমার কাব্য লেখার

ডায়েরিতে

সকালের মিষ্টি রোদ

ছুঁয়ে গেলে

কলম এসে মর্নিং ওয়ার্ক করে।

ভর দুপুরে

রাখালের সুরের বাঁশি

আমার ডায়েরি কে

ছান্দিক করে তুলে।

মাঝে মাঝে

ঝকঝকে নীলাকাশ

সাদা মেঘের পদ্য লিখে যায়।

বিষণ্ণ বিকাল

লুটিয়ে পড়লে

রচিত হতে থাকে

বিশাল বিশাল শোকগাঁথা।

সন্ধ্যায়

নীড় ফেরা

পাখির মতো

আমার ডায়েরির ব্যস্ততা বাড়ে

নীড়ে ফিরতে,

আর

মাঝ রাতে

জোছনার সলিতা বন্যায়

প্লাবিত হয়ে

প্রসব করে

নিটোল প্রেমের কাব্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত