রোজ সকালে সূর্যের আগমন ঘটে,
ভোরে পাখিরা গান গায়-বাতাস বয়।
কিন্তু সূর্য, পাখি আর বাতাসের মতো,
তোমার আগমন হয় না।
নিয়ম করে তুমি আসো না,
কিন্তু তোমার দেয়া স্মৃতি, ওরা পিছু ছাড়ে না।
চৈত্র মাসে বসন্তের আগমন ঘটে,
তবু তোমার আগমন ঘটে না।
মাসের পর মাস আসে,
শুধু তুমি আসো না।