বাতাসে মুক্তির ঘ্রাণ
কিছুদিন করোনার কারণে
এই সুঘ্রাণ পাইনি
আর পাইনি বিগত পনেরোটি বছর
আকাশে ভাসমান জলবতী মেঘ
বাতাস তাদের নিয়ে যায়
অজানা গন্তব্যে- পথে যেতে যেতে
সেই মেঘ ঝরায় বৃষ্টি
বর্ষণের রিনিঝিনি শব্দেও শুনি
মুক্তির বারতা।
তবে তুমি কেন
খুলে দাওনা অবরুদ্ধ মনের দুয়ার
মুক্তির এ মহার্ঘক্ষণে
সতের বছর তো অপেক্ষার প্রহর
গুনলাম
এবার তবে এসো মুক্তির মোহনায়
দু’জন, নতুন করে মিলি
ঝেরে ফেলে পুরোনো সব ভয়-লজ্জা আর সংকোচ