চিঠি

তানজীনা ফেরদৌস

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

তুমি মন বদল করো

অথচ আমি বাসা বদলই করতে পারি না।

তুমি মানুষ বদল করো

আমি বাসার ভাঙা সোপিচ টা বদল করতে পারি না।

তুমি সংসার বদল করো

আমি সংসারের অপ্রোজনীয় ভাঙা কুলোটা ঝাড়ুটা ও ফেলতে পারি না।

তুমি ঠিকানা বদল করো

কিন্তু আমি তোমাকে চিঠি লেখা

ছাড়তে পারি না।

তোমাকে চিঠি লিখতে লিখতে মনের ভেতরে ডাকবাক্সটা উপচে পড়ে।

তবু তোমাকে চিঠি লিখে যায়,

শুধু কি লিখেছি তা জানা হয় না তোমার।

আমার মনে কষ্ট জমতে জমতে তোমার জন্য ভয় হয়।

এতো কষ্টে ভরা দীর্ঘশ্বাসে যদি তোমার সুখের তরী দোল খায়।

আমি চিঠি লিখে লিখে ক্লান্ত হয়ে যেতে চাই ভীষণ।

তারপর যদি আমার মতো কাউকে খুঁজে পাই!

যে শুধু ই আমার জন্য বুকের ভেতর ডাকবাক্স রেখেছে।

সেদিন থেকে আমি কেবল পাঠক হবো আর তার চিঠি পড়ব

যে ডাকবাক্স টি কখনও ঠিকানা আর পাঠকের অভাবে উপচে পড়বে না।