ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অনাকাঙ্ক্ষিত স্পর্শ

কাজল নিশি
অনাকাঙ্ক্ষিত স্পর্শ

মিছিলের ভিড়ে একটি ছেলের অনাকাঙ্ক্ষিত স্পর্শে

আগুন লেগেছিল আমার অষ্টাদশী ঠোঁটে

শিহরিত বক্ষে হাতছানি দেয় বারিধারা

জলপ্রপাতেও দগ্ধ আমি....

সন্ধেবেলায় নীড়ে ফেরার পর

অবয়ব চিত্ত কারোর জন্য অপেক্ষা করতে থাকে

কে ওই যুবক?

একটি অচেনা স্পর্শ-

বারবার, শতবার আমাকে ডাকছে!

মনে হচ্ছে আমার ভালো থাকার পুরো পৃথিবীটাই তার কাছে।

গভীর রাতে তপ্ত হৃদয় আন্দোলন করে বলে

সেই অনাকাঙ্ক্ষিত স্পর্শটি আরো একবার স্পর্শ করুক

ফের শুরু হয় জলপ্রপাত....

প্রেমের নেশা ক্রমশ বাড়তে থাকে

অতঃপর, দগ্ধ আমার পিপাসিত মন কলেবর...

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত