ভাঙনের প্রতিধ্বনি

জোবায়ের রাজু

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

বুকের ভেতর জলতরঙ্গ উদ্দীপনার ধারা,

মহাকাশের সৌরজগত হবেই বাস্তুহারা।

পাহাড়ের বৃক্ষদেবী রোদে পুড়ে যাবে,

বাকির খাতার সব অভিযোগ শাস্তি তব পাবে।

সব মানুষের প্রার্থনাতে আসে নাতো সফল,

কিসের সুখে নয়ন জোড়া হবে ছলছল!

ভাঙছে কেবল নদীর পাড় বাড়ছে সংঘাত,

ঘোর আঁধারে গভীর হবে কলঙ্কিত রাত।

মনে রাখবে বিনা হাওয়ায় ঝরবে গাছের পাতা,

মুঠোফোনেও থেমে যাবে ব্যক্তিগত কথা।

উড়তে উড়তে খসে পড়বে পাখির কিছু পালক,

তেপান্তরের পথ হারাবে সাম্যবাদের যুবক।

ঢেউয়ের হানায় দুলবে হঠাৎ পদ্মপাতার কায়া,

সাঁঝের বেলায় মুছে যাবে সূর্য রোদের ছায়া।

উষ্ণ রবির অবহেলায় পুড়বে মাঠের ঘাস,

অচিন হাওয়ায় ভেসে যাবে মলিন দীর্ঘশ্বাস।

ভাঙনের আঁধার রাতে নীল অতীতের ভয়,

স্বার্থের জন্য সবকিছুই ত্যাগ করতে হয়।