সময়ের বুকে সম্পর্করা মরে যায়,
ফিরে যদি সেই প্রেম;
একটা অদ্ভুত ঘোরের পথে
একটু এগিয়েই পিছিয়ে আসি।
বিষণ্ণ জীবনে আঁকড়ে রয়েছে
অনিবার্য কিছু দূরত্বের গান,
তাই দূরত্বের ভাষা শিখে নিয়েছি
ঠকে যাওয়া তার প্রতিটা মুহূর্তে...
আজকাল প্রতিটা মুহূর্তে ভাবি
স্মৃতির পাতায় চোখ শুধু চেয়ে থাকে দ্বিধাহীন,
বোঝা যায় এইতো সময় দূর থেকে
ঝাপসা হয়ে আসে নিষাদের শ্লোক,
পথ ফুরিয়ে যায়, গলা চেপে ধরে অনুভব,
নিজেরে হারায়ে পথ খুঁজি এখন
সম্পর্কে কখনও সংঘাত,
কখনও চোখের ছলছল জল...
কখনও অটুট বন্ধনে সীমাহীন।