ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিবেক হত্যার দাগ

মো: আশতাব হোসেন
বিবেক হত্যার দাগ

সবাই সাধুর সাইনবোর্ড লাগিয়ে ঘুরছে

হাত করছে প্রসার সেবকের সনদ পেতে

যে হাতে লেগে আছে বিবেক হত্যার দাগ,

মনের সিংহাসনে বসে আছে ক্ষুধার্ত দানব।

আসলে সেবক নয় স্বার্থ উদ্ধারের স্বীকৃতি চায়

ভিক্ষুকের থালা হাতে নিয়ে,

অন্যের সেবা করে এখন কেবা, বড় আকাল সে হাতের,

অকল্যাণের হাতই এখন নকল সোনায় মোড়ানো

প্রলেপ উঠে যায় মতলবের খাইখাই আওয়াজে।

বোকার স্বর্গে বাস করে শুধু সাধারণ নিরীহের দল

তাছাড়া উপায় আর কোথায় আছে?

যার আছে তারইতো অধিক দরকার গুদামে

নেই যার সে আর পাবে কোথায়?

হাহাকারের দীর্ঘশ্বাস পুড়ে করে ভস্ম তারই ভান্ডার ব্যাস।

এভাবেই জ্বলে পুড়ে যাবে তাদের আশা নিরাশার আগুনে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত