আমারও ফুটে থাকতে ইচ্ছে করে
তাজা গোলাপের মতো তোমার হৃদয়
কাননে জন্ম জন্মান্তরে।
কিন্তু রোগাক্রান্ত শরীর, অসুস্থ মন
আমায় শুধুই অশ্রুসিক্ত করে।
আমার স্বপ্নগুলো ঝরে পরে অবেলায়।
আমি কি আর একটু সময় পাব না?
তোমার সাথে সূর্যাস্ত দেখার?
নাকি যমদূত বসে আছে শিওরে?
হৃদয়ের এত টান বিচ্ছিন্ন করতে?
হৃদয়ের উঠোনজুড়ে বেদনার বৈঠক,
সকাল, বিকাল, সাঁঝে, নিস্তব্ধ নিশিতে।
আরো কিছুটা পথ তোমায় যেন পাশে পাই,
হে অন্তর্যামী তুমি কি জানো না, আমি কি চাই?