ঢাকা ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

বলবো কথা আধুনিকতা

সাজেদুর রহমান
বলবো কথা আধুনিকতা

হে আধুনিকতা কোথায় তুমি? খুঁজি তোমারে,..

ওহে চলছি দ্বারে দ্বারে, জ্বলি ঘরে ঘরে।

মরিবার তরে ডাকো বেজায়! ধৈর্য কী কারোই নাই!

আধুনিকতার মুখোশ পড়ে দিচ্ছি যতো ধোঁকা,

তোমার সমীপে তুলে ধরলাম আমার আসল কথা।

আধুনিকতা হলো মানবতা, মানবাধিকার, মানবপ্রেম

শান্তির নামে যুদ্ধ যুদ্ধ খেলা।

দুলছে অস্ত্র, ঝড়ছে বুকে, হঠাৎ কালবেলা,

ফিলিস্তিন, ইউঘুর, পচস্তেনিয়া, বস্তনিয়ায়

শিশু-নারীর লাশের, মৃত্যু মিছিল মেলা।

আকাশ জমিন অশ্রু ভেজায়, আজ পৃথিবী গোলক ধাধায়।

সবাই এখন ঘুমের পাড়ার, মৃত্যু নগরীর নীরব ছায়ায়।

মন ভুলানো বুকে জড়ানো মিষ্টি কথা বলে, মারছে ছুরি পেছন থেকে, বিশ্ব যেন দেখিয়াও আজ, না দেখার ভাণ করে, মানবতার তজবি জপে দিনাত্রী গেল ফুরে ।

সাধু সন্ন্যাসীর বেশ ধরে মানব কাননে মিছাইল ছুড়ে, বিশাল বিশ্বের বড় দানব অস্ত্র পাঠায় জাহাজ ভরে।

আধুনিকতা হলো শিক্ষিত জাতি তুলবো গড়ে, করবে দেশের সেবা, উন্নয়ন।

যদিও সেই শিক্ষা আজ জাতির পিছিয়ে পড়ার অন্যতম কারণ।

শিক্ষিত জাতির শিক্ষিত মানুষ দেশকে করেছে শেষ।

ধর্মজ্ঞান বাদে সবই সাজে, তবে পশ্চিমা শিক্ষায় বেশ।

আমার নীতিতে আঙুল তুলে অন্তরে দাও জ্বালা,

দাবির ঝান্ডা বের করে, দোলা তোরা দোলা।

পোশাক আমার স্বাধীনতা, বিবস্ত্র হওয়ার অধিকার।

অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি সবই আমার জীবন, তোমারা বেডা, প্রগতিশীল নও, শুধু কর ধর্মের কারবার।

নারী তুমি ব্যক্তি স্বাধীন, ঘর নাহি শুধু ঠাঁই।

আস, আস কণ্ঠ তুলি সম-অধিকার চাই।

নারী তুমি প্রতিবাদী এটাই তোমার দাবি।

রাজপথে এসো তুলো দাবি, আমরাই তোমার সাথী।

সম্মানী নারী হারালো সম্মান, বুঝলো অবশেষে।

সম-অধিকার নয়, সমতা আর ন্যায্যতায় আছে, নারীর সম্পূর্ণ পরিবেশ, এই ধরার মাঝে।

কত স্মৃতি মা বার সাথে, আমার ছোট বেলা, করেছে লালন, হয়েছি বড় মায়ের আঁচল ছায়া।

শিক্ষিত করল, হলাম বড়, অর্থাভাব, খ্যাতির শেষ নাই।

বুড়ো মা-বাবা ঝামেলা ভেবে, বিদ্ধাশ্রম হলো ঠাঁই।

সবই শেখালো করলো বড়, শুধু ধর্মটা শেখায় নাই।

ধর্ম শেখাতে পিতা-মাতামহের, চেতনার জায়গাই, গোলাভরা ছাই।

ভালোবাসা, সুখ-সংসার ভাঙতে, বড্ড মজা পাই।

সমাজ, ধর্ম, কর্ম নষ্ট, আমার মূল দাবি।

যুবক-যুবতীর মাঝে করেছি শুরু, আমার চালকাঠি।

স্মাট হয়ে তাদের মাঝে গড়েছি বসতবাড়ি।

নেশা, অস্ত্র, সন্ত্রাস সাথে সব দিয়েছি, বল সমাজ আবার কী?

যত করো মাস্তি করো জীবন তো একটাই, এ মিলিয়ে তাদের মাঝে, বাঁচার স্বপ্ন সাজাই।

এ কি কাণ্ড কহিলে কি! একটু কী! হুশ নাই?

কহিলাম কথা সবি তো গোপন! এখন কী উপায়?

যা বলেছি অল্পই তা, সব তো আর বলি নাই।

এ সব জানার পরেও দেখ তাহাগো মাঝে চেতনা জাগে নাই।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত