দিগন্তহীন পথ

তুহীন বিশ্বাস

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

একদিন পাখিটার পাখা ছিল

উড়ে উড়ে বেড়াতো মুক্ত আকাশে,

ষড়ঋতুর হিসাবটাও নখদর্পনে;

ছিল বাঁধাহীন দুরন্ত দুর্নিবার।

অবরুদ্ধ তিক্ত বসন্ত বিষে বিষাক্ত

প্রলয়ঙ্কারী ঝড়ে ঝরে পড়ে সঞ্চয়,

পাখনা ভেঙে মাটিতে লোটায়;

খুঁড়িয়ে হেঁটে চলে দিগন্তহীন পথে।

পথ আটকে দেয় একদল কুকুর

উচ্ছ্বাসে উল্লাসে যেন নর্তকী রূপ,

ক্লান্ত পরিশ্রান্ত অসহায় পাখি;

উপসংহারে আত্মসমর্পণ জীবনের।