ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

তোমার খাতায় নিষ্প্রাণ আমি

আবদুল লতিফ
তোমার খাতায় নিষ্প্রাণ আমি

সব তর্জন গর্জন থেমে যায়

ফুরায় সব স্বপ্ন সব আশা

নিঃশ্বাস থেমে গেলে-

ধীরে ধীরে হিম হয়ে আসা দেহটা

কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য

থেকে মুক্তি পায়।

হারায় ইহজাগতিক সব অধিকার

আমিও আজ তোমার জীবনের খাতায় রিপুর

তাড়নাহীন নিষ্ক্রিয় পঞ্চ ইন্দ্রিয়বাহি নিষ্প্রাণ দেহ

তাই হারিয়েছি তোমাতে সব অধিকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত