ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

টান

শারমিন নাহার ঝর্ণা
টান

বিকেলের শিথানে ছুঁড়ে ফেলে

সমস্ত বিষণ্ণতা দীর্ঘশ্বাস,

একমুঠো মায়া ভরা ভাবনার আঁচল

উড়িয়ে দিলাম শুভ্র মেঘের ভেলায়।

সে কুড়িয়ে নিল যতনে অবেলায়।

হৃদয়ের পবিত্র দেয়ালে টাঙানো

সাইনবোর্ডে অক্ষত একটি মুখ,

প্রতিনিয়ত ভাবনার শীতল ঝর্ণায়

সতেজ নির্মল থাকে।

উমগট নদীর স্বচ্ছ পানির মতো

সে মুখ নিত্য নিশিদিন ভাসমান।

মাকড়সার জাল জড়িয়ে ধরতে চায়

সে মুখের ছাঁয়াকে,

পবিত্রতার আবরণে বেঁধেছি হৃদে

কিসের যেন অসীম টানে,

অকৃত্রিম মায়ায় সাজিয়েছি তারে

সে কি তাহা জানে?

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত