ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সে আর ফিরে আসেনি

গোলাম সরোয়ার
সে আর ফিরে আসেনি

ছিলো তো অনেকেই!

পথে কত জনরে হারাইলাম

হঠাৎ করে হারিয়ে যায় না,

হারায় পরিকল্পনা করে।

হঠাৎ করে যে হারায় সে হয়তো

ফিরে আসে!

কিন্তু পরিকল্পনা করে যে হারায়

সে কি কভু আর ফিরে আসে?

গাঙচিলের ইচ্ছে পূরণ

সঞ্জয় দেওয়ান

খোলা কাগজ রোজ অনুবাদ করে আরাধ্য

শরীরের নোনা অক্ষর; জলেশ্বরীর বুকে

লেগে থাকে কস্তুরীর ঘ্রাণ।

পাথরের খাঁজে বাঁধে ঘর

বালুকাবেলায় সূর্যস্নানে পোড়ে দেহ-মন!

গাঙ্গের জলে ডুবে নাঙ্গা বুক;

গাঙচিলের যত ইচ্ছে পূরণ হোক

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত