ঢাকা ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সাদা কাফন

সাজেদুর রহমান
সাদা কাফন

ঘন প্রবল শুক্রাণুর ভিড়ে জায়গা পেলাম যুদ্ধ করে;

৯ মাসের পরিভ্রমণ, শেষে পেলুম এক নয়া জীবন;

বসতে থেকে হাঁটতে পারা, দৌড় শিখুনু হলাম সেরা।

বলতে শিখে পড়নু ছড়া, পাড়া গেরাম আজব সাড়া;

বারো পেরিয়ে বিশে, ছেলে আবার ইংরেজি বকে

আকাশ, সাগর পাহাড় ডিঙ্গায় দেশে থেকে দেশান্তরে।

দিনের পর দিন গগনচুম্বী মহার্জন, সফলতায় যেন অসীম;

শৈশব, যৌবন শেষে, প্রৌঢ়ে পাদ্বয় জানাই দিল জমিছে অনেক ঋণ;

স্বার্থক জীবন, জাননু ব্যর্থ অবশেষে,

একা পড়ে রনু কেউই নেই আশপাশে।

এক জীবনের বড় এ পথ পাড়ি, প্রান্তে পথে দাড়ি, স্রষ্টাও যে ছিল আমার!

অজ্ঞাত মন ভুলে ছিল মরিচীকা মায়া ধরি।

শ্রেত চুল, ভাঙ্গা দেহ, নিরূপায় আনাড়ি, জ্ঞান ফিরে পায়;

বিধিকে অবলা করি যতই কুড়াই করি,

সবাই যায় ছাড়ি, আপন রব বিহানে নেই কোনো আশ্রয়।

আফসোস হায়! নাই যে উপায় সারাদিনের

বিদায় বেলায়, করনু অর্জন এক টুকরা সাদা কাফন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত