ঢাকা ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

হেমন্ত উল্লাস

কাজল নিশি
হেমন্ত উল্লাস

হেমন্ত এলে ধানের রঙ হয়ে ওঠে সোনালি

আমারও ভীষণ রকম ইচ্ছে নতুন রূপে সাজব।

ভালোবাসার চাদর মুড়িয়ে-

উষ্ণ ভালোবাসায় সতেজ হব দুজন।

বড্ড তৃষ্ণার্ত মন অবয়ব

তোমার লোমশ বুকের নির্জনতায়

একটুখানি ঠাঁই দাও।

কথা দিলাম, কথা হবে বুকে বুকে

কনকনে শীতে অষ্টপ্রহর রাখবো সুখে।

অতঃপর তুমি বলবে,

চলো দুজন হারিয়ে যাই,

উল্লাসে নাচি নিরালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত