ঢাকা ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

মৌ- সুর প্রেম

অলোক আচার্য
মৌ- সুর প্রেম

আগুন নেভা রাতে

আকাশে ঝুলে থাকে হৃদয় পোড়া চাঁদ

ল্যামপোস্টের নিচে বেহালা হাতে

ক্ষত-বিক্ষত যুবক।

সে রাতে-

গাঢ় ঘুম বেহাত হয়ে যায় অরুণিমার

বুকের গভীরে প্লাবন আসে

সময়ের সার্কাসে রাত্রিযাপন

আঁধারের মৌ- সুরে বিষণ্ণতার গন্ধ ভাসে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত